লাইটের ব্যাটারির ভেতর তিন কেজি সোনা

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে একটি উড়োজাহাজে  সৌদি আরব থেকে শাহজালাল বিমানবন্দরে আসেন মমেনুর রহমান। তার কাছ থেকে প্রায় সোয়া তিন কেজি ওজনের সোনার বার উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা।

বিমানবন্দর থানার পুলিশ জানায়,” তিনি গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় শুল্ক কর্মকর্তারা তাঁর কাছে কোনো সোনা বা স্বর্ণালংকার আছে কি না, জানতে চাইলে তিনি  ‘না’  জবাব দেন। পরে যাত্রী মমেনুরের ব্যাগেজ স্ক্যানিংয়ে একটি চার্জার লাইটের মোটরের ভেতর সোনার বারের অস্তিত্ব পাওয়া যায়। ব্যাগেজ কাউন্টারে এনে ওই চার্জার লাইটের ব্যাটারির ভেতর থেকে প্রায় সোয়া তিন কেজি সোনা উদ্ধার করা হয়।”

যাত্রীর নাম মমেনুর রহমান এবং বিমানকর্মীর নাম নজরুল ফরাজি। উভয়ের বাড়ি নরসিংদীতে। ঢাকা কাস্টম হাউসের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।