দেশে ফিরলেন সাকিব  

সামনেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। সেটি দিয়েই হতে যাচ্ছে সাকিবের আন্তর্জাতিক প্রত্যাবর্তন। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালের আগেই শ্বশুরের অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। কিন্তু শ্বশুরের সঙ্গে দেখা হয়নি। তিনি যুক্তরাষ্ট্র পৌঁছতে পৌঁছতেই তিনি মারা যান।

সাকিব বলেন,” এবারের ফেরাটা আলাদা৷ শ্রীলঙ্কা যেতে পারিনি। সেটি ছিল হতাশার৷ ওয়েস্ট ইন্ডিজকে ধন্যবাদ যে তারা আসছে৷ সিরিজটি খেলতে মুখিয়ে আছি। ”

ওয়েস্ট ইন্ডিজের এক ঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার আবার করোনাভাইরাসের ঝুঁকির কারণে বাংলাদেশ সফরে আসছেন না। প্রায় নতুনদের নিয়ে দল সাজানো ক্যারিবীয় দলকে কিছুটা দুর্বলই দেখাচ্ছে। তবে এটি বাংলাদেশের ওপরও বাড়তি চাপ তৈরি করে দিচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ দলে প্রতিষ্ঠিত বেশ কয়েকজন তারকা না থাকায় বাংলাদেশের ওপর আছে সিরিজ জয়ের প্রত্যাশা।

নতুন বছরে পরিবারে নতুন অতিথি আসার খবরই দিয়েছেন। ঢাকায় এসেই সাকিব তাঁর অনাগত সন্তানের জন্য সবার দোয়া চেয়েছেন।সন্তান আসার আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন তিনি, ‘নতুন সন্তানের খবর আনন্দের। সবার দোয়া চাই বাচ্চা যেন সুস্থ থাকতে পারে।’