ঢাকায় গ্রেপ্তার হলো ‘জেএমবির সদস্য’

ঢাকার ভাটারা থানা এলাকা থেকে জেএমবির এক সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

গ্রেপ্তারকৃত  ব্যক্তির নাম মো. ফয়সাল খান ওরফে কাঞ্চন ওরফে ফাহিম (৩৪)।

বুধবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে এটিইউ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

এতে বলা হয়, যমুনা ফিউচার পার্ক মার্কেটের দক্ষিণ পাশের বসুন্ধরা রোডের শাহী বিরিয়ানী দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, ফাহিমের বাড়ি দিনাজপুরের হাকিমপুরের বাংলাহিলির উত্তর বাসুদেবপুরে।

ফাহিম জেএমবির ‘লিয়াজোঁ শাখার অন্যতম দায়িত্বপ্রাপ্ত’ বলে দাবি করেছে এটিইউ।

বিজ্ঞপ্তিতে এও বলা হয়, “ফাহিম ও তার সহযোগীরা এক গোপন বৈঠকে একত্রিত হওয়ার প্রস্তুতি নিচ্ছিল।”

“ফাহিম নিজেদের মধ্যে প্রশিক্ষণ ও প্রযুক্তির মাধ্যমে তথ্য আদান প্রদান করে একে অপরকে সাহায্য, সহায়তা ও প্ররোচিত করাসহ বিভিন্নভাবে উগ্রবাদি কার্যক্রম চালিয়ে আসছিল।”

ফাহিমের বিরুদ্ধে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে বলে জানায় এটিইউ।