অতিরিক্ত টিকার ডোজ সরবরাহ করবে ফাইজার

রোববার জাপানের টিকাবিষয়ক মন্ত্রী “তারো কোনো”  টিকার অতিরিক্ত ডোজ দেওয়ার বিষয়ে ফাইজার রাজি হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন।জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে একমত হন ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালবার্ট বোরলা।

আগামী সেপ্টেম্বরের মধ্যেই টিকার বাড়তি ডোজের সরবরাহ নিশ্চিত করবে সরকার। জাপান খুব শিগগিরই ১৬ বছরের বেশি বয়সী সবাইকে করোনার টিকার আওতায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে।

দেশটির শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, জাপানে এটি করোনা মহামারির চতুর্থ ঢেউ। গত শুক্রবার পর্যন্ত জাপানের মোট জনসংখ্যার মোটে ০ দশমিক ৯ শতাংশ বর্তমানে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। ওদিকে দক্ষিণ কোরিয়ায় এ সংখ্যা আড়াই শতাংশ ও যুক্তরাজ্যে তা প্রায় ৪৮ শতাংশ।

বিশ্বে করোনার বেশ কয়েকটি টিকা বর্তমানে অনুমোদিত হয়ে আছে। তবে জাপানে করোনার টিকা হিসেবে সরকারের অনুমোদন পেয়েছে শুধু ফাইজার–বায়োএনটেকের তৈরি টিকা। ওয়াশিংটনে তিন দিনের সফরের শেষ দিনে গতকাল শনিবার জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে অতিরিক্ত টিকা সরবরাহের অনুরোধ করেন।